মেহের আফরোজ শাওন ও সাবেক এডিসি নাজমুলকে গ্রেপ্তারে পরোয়ানা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ১৩:২৪ |  আপডেট  : ৬ মে ২০২৫, ১৩:২৭

সৎ মা নিশি ইসলামের দায়ের করা মামলায় জনপ্রিয় অভিনেত্রী ও গায়িকা মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। মামলায় শাওনের বিরুদ্ধে তার বাবা ও সৎমাকে শারীরিক নির্যাতনের অভিযোগ করা হয়েছে। 

বুধবার (২৩ এপ্রিল) আদালত সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

একই মামলায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের (সিটিটিসি) সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নাজমুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। 

এর আগে মঙ্গলবার (২২ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছানাউল্ল্যাহ মামলাটির শুনানি শেষে তাদের বিরুদ্ধে এ আদেশ দেন।

আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ পারভেজ মিয়া জানান নাজমুল ও শাওনসহ আরও কয়েকজনকে আসামি করে এ মামলা করেন অভিনেত্রী মেহের আফরোজ শাওনের সৎমা। মামলা নম্বর-সি আর ১৮০৫/২৫। ধারা-৪২০/৪৪৯/১৪৩/১৪৭/৩২৩/৩২৫/৩৮৫/৩৮৬/৩০৭/৫০৬(২)/১০৯/১৮৩/৩৪ দণ্ডবিধি।

 

সা/ই

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত