লৌহজংয়ে পদ্মা সাহিত্য-সাংস্কৃতিক পরিষদের কমিটি গঠন

  মিজানুর রহমান ঝিলু

প্রকাশ: ৬ মে ২০২৫, ১৯:৩০ |  আপডেট  : ৬ মে ২০২৫, ২২:৩১

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ঐতিহ্যবাহী ব্রাহ্মণগাঁও বহুমুখী উচ্চ বিদ্যালয়ে 'পদ্মা সাহিত্য-সাংস্কৃতিক পরিষদ' নামে শিক্ষার্থীদের একটি সাহিত্য সংগঠনের (২০২৫-২০২৬ শিক্ষাবর্ষ) ২৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়েছে। সোমবার কমিটির সভাপতি পদে দশম মানবিক শাখার শিক্ষার্থী হামিদা আক্তার ও সাধারণ সম্পাদক পদে নবম ব্যবসায় শাখার শিক্ষার্থী মেহেদী হাসান নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি নিরব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নুসরাত জাহান,  সাংগঠনিক সম্পাদক তানজিল, প্রচার সম্পাদক জীবন হোসেন, পাঠচক্র সম্পাদক তাসমীম জাহান নুহা, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আচল, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক রাজিয়া, বিজ্ঞান বিষয়ক সম্পাদক মনিষা সরকার, অর্থ সম্পাদক নুসরাত জাহান, দপ্তর সম্পাদক হাফসা মণি, রচনা প্রতিযোগিতা সম্পাদক রাইসা খান, শিল্পকর্ম সম্পাদক আদ্রিয়া, পরিবেশ ও সমাজ কল্যাণ সম্পাদক রিয়ান, ডাক ও তার সম্পাদক আমিনুল ইসলাম, বিতর্ক বিষয়ক সম্পাদক তাসমিয়া আবেদীন, আবৃত্তি বিষয়ক সম্পাদক ঔশি আলম, জ্ঞান-জিজ্ঞাসা বিষয়ক সম্পাদক ফিয়া, সাহিত্যচর্চা বিষয়ক সম্পাদক রানী আক্তার, দেয়ালিকা বিষয়ক সম্পাদক নুসপিয়া, বক্তৃতা বিষয়ক সম্পাদক সাবিনা আক্তার ও চিত্রাঙ্কন বিষয়ক সম্পাদক তিশা। কমিটি গঠনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক রমজান মাহমুদ, শিক্ষার্থী প্রতিনিধি নুসরাত জাহান ও রাইসা খান।

উল্লেখ্য, এ সাহিত্য সংগঠনটি ২০২৩ সালের ৫ মার্চ গঠিত হয়। এটি সংগঠনের দ্বিতীয় নির্বাচিত কমিটি।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত