শীর্ষ করদাতা প্রতিষ্ঠানের সম্মাননা পেল ডিবিএইচ

  গ্রামনগর বার্তা রিপোর্ট

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২১, ১৮:৪৪ |  আপডেট  : ৪ মে ২০২৫, ১৮:৪৯

দেশের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড (ডিবিএইচ) ২০২০-২১ অর্থবছরের অন্যতম শীর্ষ করদাতা হিসেবে পুরস্কৃত হয়েছে। 

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত এক অনুষ্ঠানে উক্ত অর্থবছরে উল্লেখযোগ্য পরিমাণ কর প্রদানের মাধ্যমে রাজস্ব খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় আর্থিক প্রতিষ্ঠান বিভাগে ডিবিএইচকে অন্যতম সেরা করদাতা হিসেবে এ সম্মাননা দেয়া হয়েছে। ডিবিএইচ এর পক্ষ থেকে ট্যাক্স কার্ড ও ক্রেস্ট গ্রহণ করেন কোম্পানি সচিব জসিম উদ্দিন। 

মর্যাদাপূর্ণ এই স্বীকৃতির জন্য ডিবিএইচ জাতীয় রাজস্ব বোর্ডকে ধন্যবাদ জানায়, সেইসাথে প্রতিষ্ঠানটি এর সকল স্টেকহোল্ডারদেরকে তাদের অবিরাম আস্থা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত