শ্রীনগরে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার, ৫৭টি তেলের ব্যারেল উদ্ধার

প্রকাশ: ৬ মে ২০২৫, ১৭:৩৮ | আপডেট : ৬ মে ২০২৫, ২০:২২

মুন্সীগঞ্জের শ্রীনগরে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ট্রাকসহ ৫৭টি তেলের ব্যারেল, ১টি ডাবল ক্যাবিনেট গাড়ি ও ১টি পিক-আপ ভ্যান উদ্ধার করা হয়। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে শ্রীনগর থানায় প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এসব তথ্য জানান শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিছুর রহমান।
এতে গ্রেফতারকৃত ডাকাতরা হলো নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোসলেমের ছেলে আলম(৩২), পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার যুগির হাওলা এলাকার আইয়ুব আলীর ছেলে আলমগীর হোসেন(৩৮), গোলাপগঞ্জের মুকসুদপুর উপজেলার পশ্চিমখন্ড এলাকার জামাল মিয়ার ছেলে হেলালুজ্জামান (৩২)ও দক্ষিন কেরানীগঞ্জের হাসনাবাদ দক্ষিনপাড়া এলাকার মৃত জজ মিয়ার ছেলে জোবায়ের আহম্মেদ জীবন ওরফে ( রাজা (২৭)।
প্রেস ব্রিফিংয়ে শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিছুর রহমান বলেন, ২৯ শে এপ্রিল কাঁচপুর মাল্টি ইন্টারন্যাশনাল ওয়েলমিল থেকে প্লাস্টিকের ৭৫টি ড্রাম ভর্তি পামওয়েলসহ একটি ট্রাক নারায়নগঞ্জ থেকে ঝিনাইদহ এর উদ্দেশ্যে রওনা হয়। রাত ৯টার দিকে ঢাকা-মাওয়াগামী এক্সপ্রেসওয়ের বেজগাঁও যাত্রী ছাউনির কাছে পৌঁছাইলে কালো রংয়ের একটি ডাবল কেবিন পিক-আপ নিয়ে ০৬ জন সংঘবদ্ধ ডাকাত তাদের ডিবি পুলিশ পরিচয়ে আটক করে। তারা ট্রাকে মাদক আছে বলে ট্রাকের ড্রাইভার ও হেলপারকে সেখান থেকে তুলে নিয়ে যায় কেবিন পিকআপে। পরে ডাকাতরা তেলসহ ট্রাকটি ঢাকার হাসনাবাদ নিয়ে আনলোড করে। এ ঘটনার মাস্টার মাইন্ড ঢাকার মীরহাজির বাগের ব্যবসায়ী মো. হেলালুজ্জামান সেই তেল অর্ধমুল্যে ক্রয় নেয়। পরে থানা পুলিশ ও ডিবি অভিযান করে মীরহাজীরবাগ মেসার্স জামাল এন্টারপাইজ এ্যান্ড ভ্যারাইটিজ স্টোর থেকে ৩৫টি ড্রাম ভর্তি তেল ও ২২টি ফাকা তেলের ড্রাম উদ্ধার করে।
প্রেস ব্রিফিং উপস্থিত ছিলেন, শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাকিল আহমেদ, পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম, ডিবির উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ ও হামিম মোঃ তারেক,মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই আলমগীরসহ আরও অনেকে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত