শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, শরিফুলের অভিষেক
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ মে ২০২১, ১২:৫০ | আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৫, ২০:১৭
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের সামনে। রোববার প্রথম ম্যাচে ৩৩ রানে জেতার পর আজ দ্বিতীয় ম্যাচে জিতলেই সেই অর্জন। টসে জিতে আজকের ম্যাচে প্রথমে ব্যাটিং করবে বাংলাদেশ।
বাংলাদেশ দল: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, শরীফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন।
প্রথম ম্যাচের দল থেকে আজ বাদ পড়েছেন মোহাম্মদ মিঠুন। আগের ম্যাচে নিজেকে মেলে ধরতে পারেননি। শুধু আগের ম্যাচই নয়, নিউজিল্যান্ড সফরের একটি ওয়ানডে বাদে ব্যর্থতা পিছু ছাড়েনি মিঠুনের। তাঁর জায়গায় দলে এসেছেন মোসাদ্দেক হোসেন। ২০১৯ সালের বিশ্বকাপের পর শ্রীলঙ্কা সফরে শেষবারের মতো ওয়ানডে খেলেছিলেন মোসাদ্দেক। গত ম্যাচে ভালো করতে না পারা তাসকিন আহমেদের জায়গায় আজ ওয়ানডে অভিষেক হচ্ছে শরীফুল ইসলামের। এ তরুণ বাঁ হাতি পেসার নিউজিল্যান্ড সফরে টি–টোয়েন্টি খেলেছিলেন।
বৃষ্টির শঙ্কা নিয়ে ম্যাচ মাঠে গড়ালেও সেটি আপাতত নেই।যথাসময়েই হচ্ছে আজকের খেলা। এটি শ্রীলঙ্কার বিপক্ষে ৫০তম ওয়ানডে বাংলাদেশের। সিরিজ জয়ের সঙ্গে এ উপলক্ষটাও রঙিন করে রাখাটাও হবে দারুণ ব্যাপারই।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত