ষষ্ঠ দিনের মতো অবস্থান নিয়েছে ইশরাক অনুসারীরা

প্রকাশ: ২০ মে ২০২৫, ১৩:৩২ | আপডেট : ২০ মে ২০২৫, ১৬:৪৫

ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নগর ভবনের সামনে টানা ষষ্ঠ দিনের মতো অবস্থান নিয়েছেন তার অনুসারীরা।
মঙ্গলবার (২০ মে) সকালেও ছোট ছোট মিছিল নিয়ে নগর ভবনের সামনে এসে জড়ো হন ইশরাক হোসেনের অনুসারীরা। অবস্থানকারীরা ইশরাক হোসেনকে অবিলম্বে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে নানা স্লোগান দিতে থাকেন। একইসঙ্গে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগও দাবি করেন তারা।
এদিকে ইশরাকের অনুসারীদের অবস্থানের কারণে গুলিস্তান-বঙ্গবাজার সড়কে যান চলাচল বন্ধ হয়ে রয়েছে। যার কারণে আশপাশের সড়কেও যানজট দেখা দিয়েছে।
ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে এর আগে টানা পাঁচ দিন নগর ভবন অবরুদ্ধ করে রেখেছিলেন তার অনুসারীরা। যার কারণে নগর ভবন কেন্দ্রিক সব সব ধরনের নাগরিক সেবা কার্যক্রম কার্যত বন্ধ থাকে।
পুরান ঢাকার বাসিন্দা আসাদুল ইসলাম বলেন, ইশরাক ভাইকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দেওয়া পর্যন্ত আমরা এ জায়গা ছাড়ব না। এখন আমাদের দাবি– শুধু ইশরাক ভাইকে মেয়রের পদে বসালেই হবে না, আসিফ মাহমুদকে পদত্যাগ করতে হবে।
প্রসঙ্গত, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। বিএনপির ইশরাক হোসেনকে পৌনে ২ লাখ ভোটের ব্যবধানে হারিয়ে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস মেয়র হন। গেল ২৭ মার্চ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২০২০ সালের নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাককে মেয়র ঘোষণা করেন নির্বাচনী ট্রাইব্যুনাল।
sa
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত