অন্যের জমির মাটি বিক্রি, ছাত্রদল নেতা বহিষ্কার

  সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

প্রকাশ: ৯ এপ্রিল ২০২৫, ১০:৪০ |  আপডেট  : ৩০ এপ্রিল ২০২৫, ০৯:৩৭

বহিষ্কৃত ছাত্রদল নেতা পাভেল মিয়া


অন্যের জমির মাটি বিক্রির অভিযোগে সিরাজগঞ্জে ছাত্রদলের এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত ওই নেতার নাম পাভেল মিয়া। তিনি জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ও উল্লাপাড়া উপজেলার চর ঘাটিনা গ্রামের আব্দুল মতিনের ছেলে।

মঙ্গলবার (৮ এপ্রিল) সন্ধ্যায় কেন্দ্রীয় ছাত্রদলের দফতর সম্পাদক জাহাঙ্গীর আলমের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম (সেরাজ) জাগো নিউজকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সিরাজগঞ্জ জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক পাভেল মিয়াকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেন এবং ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করেন।

এর আগে পাভেল মিয়ার বিরুদ্ধে ঢাকায় কর্মরত রাহিদ রনি নামের এক সাংবাদিকের জমি থেকে ৬ ফুট গর্ত করে তিন লাখ টাকার মাটি বিক্রিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠে। সোমবার (৭ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে এসে ভুক্তভোগী রাহিদ রনি এ অভিযোগ করেন। এসময় তিনি কেন্দ্রীয় ও জেলা ছাত্রদলের কাছে এ ঘটনার বিচার ও শাস্তি দাবি করেন।

কা/আ 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত