আদমদীঘি উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবি দিবস পালন

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ১৮:০৮ |  আপডেট  : ১৫ ডিসেম্বর ২০২৫, ০০:৪৭

বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবি পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে রোববার (১৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার মাসুমা বেগমের নেতৃত্বে আদমদীঘির খাড়ির ব্রিজের পাশে চার শহীদ বীর মুক্তিযোদ্ধার স্মৃতিস্তম্ভ বদ্ধভুমিতে পুস্পঅর্পন ও মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা কমান্ডের যুগ্ম আহবায়ক রশিদুল ইসলাম, আদমদীঘি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসান, জামায়াতে ইসলামী সেক্রেটারী মাওলানা গোলাম রব্বানী, সহ সেক্রেটারী গোলাম মোস্তাফা, থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান, অধ্যক্ষ ভারপ্রাপ্ত এনামুল হক, আনসার ভিডিপি অফিসার ফারজানা কাদের সুমি, ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন হিটলু, মোসলেম উদ্দিন, মহিউদ্দিন তালুকদার, জামায়াত নেতা মোস্তফা আহমেদ নাইডুসহ স্থানীয় নেতৃবর্গ। অপরদিকে সুদিন বদ্ধভুমিতে সহকারি কমিশনার (ভুমি) মাহমুদা সুলতানা পুস্পস্তবক ও মোমবাড়ি প্রজ্জ্বলন করেন। এছাড়া বাদ জোহর উপজেলা মসজিদসহ সকল মসজিদে বিশেষ মোনাজাত ও উপশাণয়ে প্রার্থনা করা হয়। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত