আয়কর ফাঁকির মামলায় বিএনপি নেতা দুলুর বিচার শুরু

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৯ এপ্রিল ২০২৩, ১৩:৪৪ |  আপডেট  : ৬ মে ২০২৫, ২৩:৫২

আয়কর ফাঁকির অভিযোগে এনবিআরের করা মামলায় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মাধ্যমে এ মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হল। 

রবিবার (৯ এপ্রিল) ঢাকার বিশেষ জজ আদালত-২ এর বিচারক মো. আখতারুজ্জামান অভিযোগ গঠন করেন।

একইসাথে আগামী ১৪ মে এই মামলার সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করেছেন। আসামি পক্ষের আইনজীবী তাহেরুল ইসলাম বিষয়টি জানিয়েছেন।

এর আগে রাজস্ব বোর্ডের (এনবিআর) সহকারী কর কমিশনার হাফিজ আল আসাদ বাদী হয়ে ২০০৮ সালের ৩ আগস্ট দুলুর বিরুদ্ধে কর ফাঁকি দেওয়ার অভিযোগে মামলা দায়ের করেন।

মামলার অভিযোগে বলা হয়, ১৯৮৩ সাল থেকে শুরু করে মোট ২ কোটি ৩৪ লাখ ৩৭ হাজার ৫০১ টাকা আয়ের বিপরীতে ১০ লাখ টাকার আয়কর ফাঁকি দিয়েছেন তিনি। এছাড়া, তার প্রকৃত আয় ও ব্যয় সম্পর্কে আয়কর বিভাগকে ভুল তথ্য দিয়েছেন।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত