র‍্যাঙ্কিংয়ে বেহাল দশা, ২০২৭ বিশ্বকাপে জায়গা পাবে তো বাংলাদেশ?

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৬ মে ২০২৫, ১৯:০০ |  আপডেট  : ৭ মে ২০২৫, ০২:১৯

বেশ লম্বা সময় ধরে কঠিন সময়ের ভিতর দিয়ে পার করছে বাংলাদেশ ক্রিকেট দল। সম্প্রতি আইসিসি হালনাগাদ করেছে দলের র‍্যাঙ্কিং। যেখানে ১০ম স্থানে নেমে যাওয়ার পর দলের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা বেড়েছে টাইগার ক্রিকেটারদের। ২০০৬ সালের পর প্রথমবারের মতো বাংলাদেশ ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে দশম স্থানে অবস্থান করছে। যার জন্য প্রশ্ন উঠেছে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের সরাসরি জায়গা নিয়ে। 

গত ১২ মাসে বাংলাদেশের দলের পারফরম্যান্স অত্যন্ত হতাশাজনক, নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ দল গত এক বছরে মাত্র একটি ওয়ানডে ম্যাচে জয়লাভ করেছে। আফগানিস্তানের কাছে সিরিজ হেরে যাওয়ার পর, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশের শিকার হতে হয়েছে। এর বাইরে চ্যাম্পিয়নস ট্রফিতেও বাংলাদেশ কোনো ম্যাচ জিততে পারেনি। আর তারই ফলস্বরূপ র‍্যাঙ্কিংয়ে নিচে নেমে গেছে তারা। 

এর আগে ২০০৬ সালে বাংলাদেশের ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ১০ নম্বরে নেমেছিল। সে বছরই প্রথমবারের মতো র‍্যাঙ্কিংয়ে ৯ নম্বরে উঠে আসে টাইগাররা। এরপর দীর্ঘ ১৯ বছর পর্যন্ত বাংলাদেশ র‍্যাঙ্কিংয়ে এই অবস্থানে ফিরে যায়নি। তবে এখন এই অবস্থানে ফেরত আসায় দলের অবস্থা নিয়ে উদ্বেগ সাবেক ক্রিকেটার থকে সমার্থকরা।

২০১৫ সালে ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করে বাংলাদেশ সুপার এইটে জায়গা করে নেয়, সেই সঙ্গে তারা ৭ নম্বরে উঠে আসে। ২০১৭ সালে, লাল সবুজ জার্সি ধারীরা ৬ নম্বরে উঠে আসে, যা ছিল বাংলাদেশের ইতিহাসে সেরা র‍্যাঙ্কিং। এরপর কিছু সময়ের জন্য তারা ৭ নম্বরে নেমে গেলেও, ২০২২ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয়ী পারফরম্যান্সের মাধ্যমে আবারও ৬ নম্বরে চলে আসে। তবে বর্তমানে র‍্যাঙ্কিংয়ে অবনতি ঘটে ১০ নম্বরে পৌঁছেছে।

এই র‍্যাঙ্কিংয়ের পতন বাংলাদেশের ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা পাওয়ার সম্ভাবনা নিয়ে বড় প্রশ্ন সৃষ্টি করেছে। ২০২৭ বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিত হবে, যেখানে স্বাগতিক দেশ হিসেবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সরাসরি অংশগ্রহণ করবে। এছাড়া র‍্যাঙ্কিংয়ের সেরা ৮ দল সরাসরি বিশ্বকাপের টিকিট পাবে। আর বাকি ৪ দলকে বাছাই পর্ব পেরিয়ে বিশ্বকাপের জায়গা পেতে হবে।

বাংলাদেশ যদি র‍্যাঙ্কিংয়ে আরও অবনতি ঘটে, তবে তাদের বাছাই পর্বে অংশগ্রহণ করতে হতে পারে। যদিও ২০২৭ সালের ৩১ মার্চের র‍্যাঙ্কিং অনুযায়ী বিশ্বকাপের জায়গা নির্ধারণ হবে। তবে যদি বাংলাদেশের পারফরম্যান্স আরও খারাপ হয়। সেক্ষেত্রে বিশ্বকাপে বাংলাদেশের সরাসরি জায়গা পাওয়া নিয়ে শঙ্কা।

এদিকে দক্ষিণ আফ্রিকা বর্তমানে র‍্যাঙ্কিংয়ের ষষ্ঠ স্থানে আছে। আর জিম্বাবুয়ে বাংলাদেশের ঠিক পরেই অবস্থান করছে। যদি তারা সেরা দশের বাইরে চলে যায়, তবে নবম স্থান থেকেও বাংলাদেশ সরাসরি বিশ্বকাপে জায়গা পেতে পারে। তবে যদি জিম্বাবুয়ে সেরা দশে প্রবেশ করে, তাহলে বাংলাদেশের জন্য ১০ম স্থানে থেকেও সরাসরি বিশ্বকাপে জায়গা পাওয়া সম্ভব।

ফলে ২০২৭ বিশ্বকাপের জন্য বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে তাদের র‍্যাঙ্কিংয়ে উন্নত করা এবং বাছাই পর্বে না পড়ার নিশ্চয়তা দেওয়া। যদি এই পরিস্থিতির উন্নতি না ঘটে, তবে আগামীতে বিশ্বকাপে জায়গা পেতে বাংলাদেশকে কঠিন পথ পাড়ি দিতে হবে। 

২০২৭ বিশ্বকাপ বাছাই পর্বে যারা অংশ নেবে: দুই স্বাগতিক ও র‍্যাঙ্কিংয়ের সেরা আট দল বাদে বাকিরা খেলবে বাছাই পর্বে। যেখানে আইসিসির পূর্ণ সদস্য দেশ আয়ারল্যান্ড ছাড়াও স্কটল্যান্ড, নেদারল্যান্ডস, যুক্তরাষ্ট্র, ওমান, কানাডা, নেপাল, নামিবিয়ার মতো দলগুলোর বিপক্ষে খেলতে হতে পারে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত