:জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
'কলেজ শিক্ষকদের মান উন্নয়নে কাজ করবে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ICMAB'

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫, ১০:৩২ | আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:২০

ঢাকা, ২২ আগস্ট ২০২৫:জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেছেন, কলেজ শিক্ষকদের মানোন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ICMAB একসাথে কাজ করবে।
তিনি আরও বলেন, এ সমঝোতার মাধ্যমে কলেজ শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নে বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালা ও বিশেষায়িত কোর্সের ব্যবস্থা করা হবে। ফলে শিক্ষার্থীরাও এর সুফল পাবে এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. এ টি এম জাফরুল আজম, পিএইচডি বলেন, সময়ের চাহিদা অনুযায়ী শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও ফলপ্রসূ করতে শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধি জরুরি। এ উদ্যোগ শিক্ষকদের পেশাগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ICMAB-এর প্রতিনিধি দল জানায়, শিক্ষকদের জন্য আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ, ক্যারিয়ার উন্নয়ন কার্যক্রম ও প্রাসঙ্গিক সনদ প্রদানের ব্যবস্থা থাকবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোঃ ফজলুল হক এবং প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত