উপজেলার মোট ১৩২টি পূজামন্ডপে পূজা অনুষ্ঠিত হবে
সিরাজদিখানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৬:২৩ | আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪১

আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে সিরাজদিখান উপজেলা প্রশাসনের উদ্যোগে আইন-শৃংঙ্খলা কমিটির বিশেষ প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুর ১২ টায় (১৫ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রতি বছরের ন্যায় এবারও উপজেলার ১৩২টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে জানা যায়। সভায় উপস্থিত ছিলেন সিরাজদিখান সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম বারি, সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবু বকর, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোঃ আরিফ আনোয়ার, সিরাজদিখান উপজেলা প্রেসক্লাব সভাপতি সুব্রত দাস রনক, মুন্সীগঞ্জ জেলা পূজা পরিষদ আহব্বায়ক সদস্য গোবিন্দ দাস পোদ্দার,পূজা উদযাপন পরিষদ সিরাজদিখান উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি তপন দাস, সিরাজদিখান উপজেলা পূজা উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক জ্ঞানদীপ ঘোষ, উপজেলার ১৪টি ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা।
সভায় জানানো হয়, উপজেলার মোট ১৩২টি পূজামন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি মন্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, আনসার ও ভলান্টিয়ার বাহিনী মোতায়ন থাকবে। পাশাপাশি সিসিটিভি ক্যামেরা, মাইকিং ও নিয়মিত টহলের ব্যবস্থা রাখা হবে।
শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। নিছিদ্র নিরাপত্তা নিশ্চিত করাসহ সব ধরনের অপতৎপরতা ঠেকাতে পুলিশের পাশাপাশি শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনে প্রশাসনের পক্ষ থেকে সবধরনের সহযোগিতা প্রদান করা হবে।
সভায় বক্তারা পূজা চলাকালীন বিদ্যুৎ, পানি ও যানবাহন চলাচল স্বাভাবিক রাখার উপর গুরুত্বারোপ করেন। এছাড়া অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত