কাউনিয়ায় এক কেজি গাঁজা সহ আটক- ১

প্রকাশ: ৭ মার্চ ২০২৫, ১৬:৫৩ | আপডেট : ৭ মে ২০২৫, ০৮:০৫

কাউনিয়ার নিজপাড়া রাজেন্দ্র বাজার এলাকায় গাঁজা পাচারকালে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অটো রিক্সা থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং আনিচুল হক (৪০) নামের এক মাদক ব্যবসায়ী কে আটক করা হয়। এছাড়াও পুলিশ ওই অটো রিক্সাটিও জব্দ করে। আটককৃত আনিচুল হক রংপুর সদর উপজেলার মোসলেম পাড়ার মৃত মকবুল হোসেনের ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে, মামলা নং-০২। থানা অফিসার ইনচার্জ আব্দুল লতিফ জানান, এসআই শাহানুর আলম ও তার ফোর্সের সমন্বয়ে পরিচালিত অভিযানে রাজেন্দ্র বাজার এলাকায় এনামুল হোটেলের সামনে অটো রিক্সা তল্লাশি চালানো হয়। বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং আনিচুল কে আটক করা হয়।পরবর্তীতে আটককৃত ব্যক্তিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত