কাফরুলে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সিকিউরিটি গার্ড গুরুতর আহত

প্রকাশ: ৯ এপ্রিল ২০২৫, ১২:১৪ | আপডেট : ২৯ এপ্রিল ২০২৫, ১৭:৩৮

রাজধানীর কাফরুল থানার আয়না মসজিদ সংলগ্ন খালপাড় এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে মিজানুর রহমান (৫০) নামে এক সিকিউরিটি গার্ড গুরুতর আহত হয়েছেন। এসময় তার কাছে থাকা দুটি মোবাইল ফোন নিয়ে যায় ছিনতাইকারীরা।
বুধবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়।
মিজানুর রহমানের ছেলে জাহিদ হাসান বলেন, আমার বাবা একটি কোম্পানিতে সিকিউরিটি গার্ডের চাকরি করেন। সকালে আয়না মসজিদ সংলগ্ন হানিফ মাঠ খালপাড় এলাকা দিয়ে যাওয়ার সময় অজ্ঞাত ছিনতাইকারীরা আমার বাবাকে এলোপাথাড়ি ছুরিকাঘাতে করে তার কাছে থাকা একটি অ্যান্ড্রয়েড মোবাইল ও একটি বাটন ফোন নিয়ে পালিয়ে যায়। পরে আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। চিকিৎসক জানিয়েছেন আমার বাবার অবস্থা ভালো নয়, তার শরীর থেকে অনেক রক্ত বেরিয়ে গেছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক ফারুক জানান, কাফরুল থেকে আহত অবস্থায় এক সিকিউরিটি গার্ডকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছে। বর্তমানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। ঘটনাটি কাফরুল থানা পুলিশকে জানানো হয়েছে।
কা/আ
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত