চট্টগ্রামে সাড়ে ৩ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৬ মে ২০২৫, ১৩:০১ |  আপডেট  : ৬ মে ২০২৫, ১৬:১১

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার ৫৫০ পিস  ইয়াবাসহ আমিরুল ইসলাম নামে একজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) বন্দর-পশ্চিম বিভাগ।

সোমবার (৫ মে) সন্ধ্যায় আসকারাবাদ এলাকার তায়েফ হোটেল সংলগ্ন একটি ঝাল বিক্রির দোকানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি পুরোনো মডেলের পিকআপ গাড়িও জব্দ করা হয়।

মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মো. মাহাবুব আলম খান বলেন, আসামির বিরুদ্ধে ডবলমুরিং থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, কক্সবাজার থেকে ইয়াবাগুলো কিনে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে তিনি সঙ্গে রেখেছিলেন।

 

সা/ই

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত