তরুন প্রজন্মের জন্য নতুন গান উপহার নিয়ে আসছেন তমালিকা

প্রকাশ: ৬ আগস্ট ২০২৫, ১৯:৩১ | আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৫

কন্ঠ শিল্পী তমালিকা গান করছেন ছোটবেলা থেকে। ২০২০ সালে প্রকাশ পায় তার প্রথম মৌলিক গান ‘স্বপ্নবাজ’। এতে তার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছিলেন শাহরিয়ার রাফাত। এরপর ২০২৩ সালে প্রকাশিত হয় দ্বিতীয় গান, তামালিকার একক কণ্ঠে গাওয়া ‘যত দেখি তোমায়’ ও ‘আবার’।
তমালিকা এবার নিয়ে এসেছেন নতুন গান, মিউজিক ভিডিও। নিজের একক কণ্ঠে গাওয়া "রোদের মেয়ে" গানটির কথা লিখেছেন তাসনিম সাদিয়া, সুর ও সংগীতায়োজন করেছেন জামান, গানটি পরিচালনা করেছেন ইমন ইসলাম ও কম্পোজ করেছেন আমজাদ সুমন। অতি শীঘ্রই তমালিকার নতুন মিউজিক ভিডিও টি প্রকাশ করা হবে জি সিরিজের অগ্নিবীণা ইউটিউব চ্যানেলে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত