পঞ্চগড়ে অপারেশন ডেভিল হান্টে ১০ জন গ্রেফতার

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:১২ | আপডেট : ৬ মে ২০২৫, ১৬:৩২

পঞ্চগড় জেলায় অপারেশন ডেভিল হান্ট অভিয়ানে চারদিনে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। যৌথ বাহিনীর অভিযানে তাদের আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন পঞ্চগড়ের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী ।
পুলিশের থত্য মতে জানা যায়, গত ১০ ফেব্রয়ারী থেকে ১৩ ফেব্রয়ারী পর্যন্ত যৌথ বাহিনীর অপারেশনে জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃত হলো: প্রথমদিনে দেবীগঞ্জ উপজেলার অমরখানা গ্রামের নুর হোসেন(৩৮) পিতামৃত-সিরাজ আলী ,তেতুঁিলয়া উপজেলার শতদল গ্রামের জুয়েল(২৯)পিতা বীরমুক্তিযোদ্ধা আব্দুর গফুর। দ্বিতীয় দিনে তেতুঁলিয়া উপজেলার মমিনপাড়া গ্রামের জসিম উদ্দীন(৪২) পিতামৃত আবুল খায়ের। তৃতীয় দিনে পঞ্চগড় সদর উপজেলার ঢাঙ্গীপুকুরী গ্রামের সেলিম রহমান ওরফে সেলিম( ৩০) পিতা নবিউল ইসলাম ও দর্জিপাড়া গ্রামের আজগর আলী দুলাল(২৮) পিতা আজিম উদ্দীন ও বোদা উপজেলার পাথরাজ ময়দানদিঘী গ্রামের দেবাশীষ বর্মন(৩০) পিতা মধুসদন বর্মন ও দেবীগঞ্জ উপজেলার কাচারীপাড়া গ্রামের তারেক হোসেন চানু পিতা মহির উদ্দীন।এছাড়া সর্বশেষ ১৩ ফেব্রয়ারী অপারেশন ডেবিল হান্ট অভিযানে আটোয়ারী উপজেলার ছোটদাপ গ্রামের রফিকুল ইসলাম (৫৫) পিতা পইম উদ্দীন ,বোদা উপজেলার ময়দানদিঘী গ্রামের আব্দুল কাদের পিতামৃত তমিজ উদ্দীন ও দেবীগঞ্জ উপজেলার সোনাহার নুল্লাপাড়া গ্রামের রেজওয়ানুল খালেক সুইট (৩৯) পিতা রেজওয়ানুল হক পুলককে গ্রেফতার করা হয়েছে।এ ব্যাপারে পঞ্চগড় পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী বলেন যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট অভিযান অব্যাহত রয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত