মাদারীপুরের ঐতিহ্যবাহী সংগঠণ শুভাকাশ ইশারা’র  দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   

  এসআর শফিক স্বপন

প্রকাশ: ৮ মার্চ ২০২৫, ১৩:০১ |  আপডেট  : ৯ মে ২০২৫, ১৪:০১

মাদারীপুরের ঐতিহ্যবাহী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠণ শুভাকাশ ইশারা’র  দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে নতুন শহরস্থ মাদারীপুর জেলা সাংবাদিক কল্যাণ সমিতি মিলণায়তনে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। 

শুভাকাশ ইশারা’র প্রতিষ্ঠাতা সভাপতি এসআর শফিক স্বপন এর সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শুভাকাশ ইশারার প্রাতিষ্ঠাতা সদস্য খ.ম খুর্শিদ, শুভাকাশ ইশারার সাবেক সফল সাধারণ বিপ্লব শরীফ, অন্যতম সদস্য প্রবাসী শফিক খান, প্রবাসী মোকলেছ খান, প্রবাসী রিয়াজ লস্কর বুলেট,  কার্যকরী সভাপতি কাজল খান,সহ সভাপতি শফিকুল ইসলাম জীবন,সাধারণ সম্পাদক জুম্মান হোসেন, কোষধ্যক্ষ রফিকুল ইসলাম মাসুম, মহিলা বিষয়ক সম্পাদ নাজনিন নুপুর,অন্যতম সদস্য খসরুজ্জামান, সাবেক যুগ্ম সম্পাদক শহিদ খান প্রমুখ। দোয়া ও ইফতার মাহফিলে শুভাকাশ ইশারা’র সদস্য-সদস্যা ও শুভাকাংখী বৃন্দ উপস্থিত ছিলেন। 

এ সময় অন্যতম সদস্য প্রবাসী শফিক খা কে বিভিন্ন সমামাজিক কাজে অবদান রাখার জন্য সন্মাননা প্রদান করা হয় এবং পর্যায়ক্রমে শুভাকাশ ইশারা’র প্রবাসী সদস্যদের সংগঠনের পক্ষ থেকে সন্মাননা প্রদান করা হবে বলে জানানো হয়।পরের্  মুসলিম উম্মাহ ও সকলের শান্তির জন্য দোয়া পরিচালনা করা হয়।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত