মুন্সীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার

  লিটন মাহমুদ

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ১৭:০২ |  আপডেট  : ১৮ ডিসেম্বর ২০২৫, ২৩:০৭

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র শস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।

পুলিশ সুপারের কঠোর দিক নির্দেশনায় ১৮ই ডিসেম্বর বৃহস্পতিবার ভোর ৪:৩০ ঘটিকার সময় মুন্সীগঞ্জ থানায় কর্মরত এসআই(নিরস্ত্র) মোঃ সোহাগ সঙ্গীয় ফোর্সসহ মুন্সীগঞ্জ থানা এলাকায় মোবাইল-১ টহল ডিউটিতে নিয়োজিত থাকাকালে গোপন সংবাদের ভিত্তিতে মুন্সীগঞ্জ জেলার সদর থানাধীন মুক্তারপুর সাকিনস্থ কানাইবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাতির জন্য সমবেত হয়ে ডাকাতির প্রস্তুতিকালে পেশাদার ডাকাত ও সন্ত্রাসী সীমান্ত (২০),সাকিব (২৬),তন্ময় (২৫),থানা ও জেলা- মুন্সীগঞ্জদের ০১টি চাইনিজ কুড়াল, ০১টি লোহার চাপাতি, ০১টি লোহার শাবল, ০১টি লোহার রড, ০২টি টর্চ লাইটসহ গ্রেফতার করেন।

 উদ্ধারকৃত দেশীয় অস্ত্র-শস্ত্র উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। ধৃত আসামীর বিরুদ্ধে মুন্সীগঞ্জ থানায় একাধিক চুরি, ছিনতাই ও মাদক মামলা রয়েছে। 

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন।

 

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত