মে দিবসে গাবতলীতে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভায় সাবেক এমপি লালু

প্রকাশ: ১ মে ২০২৫, ১৯:৩৮ | আপডেট : ৩ মে ২০২৫, ২২:৫৬

বৃহস্পতিবার ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে গাবতলীর নশিপুরে বগুড়া জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাগবাড়ী শাখা (রেজিঃ নং ১৯৬২) এর উদ্যোগে এক বর্নাঢ্য র্যালী ও আলোচনা সভা সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু। সংগঠনের সভাপতি ঈমান আলী’র সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক আব্দুল খালেক ও সাংগঠনিক সম্পাদক জিন্নাত আলী’র সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা বিএনপির নেতা আমিনুল ইসলাম রাঙ্গা এবং উপদেষ্টা ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মশিউর রহমান সুমন, উপদেষ্টা ও উপজেলা বিএনপির ক্রীড়া বিষয়ক নজরুল ইসলাম বজলু, উপদেষ্টা বনিজার রহমান বাটুল। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি রায়হান আলী, ইউসুফ আলী, শিমুল ইসলাম, সোহেল রানা, সহ-সাধারন সম্পাদক শামীম ওসমান, রিপন মিয়া, আবু সাঈদ, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর, দপ্তর সম্পাদক সাগর সরকার, ক্রীড়া সম্পাদক নাইম হাসান, ধর্মীয় সম্পাদক খোকন মিয়াসহ শ্রমিক সংগঠনের বিভিন্ন পর্য়ায়ের নেতৃবৃন্দ।
অপরদিকে, বৃহস্পতিবার ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বগুড়ার গাবতলী নশিপুরে বগুড়া জেলা মটর শ্রমিক ইউনিয়ন এর আওতাধীন বাগবাড়ী শাখা উদ্যোগে এক বর্নাঢ্য র্যালী বের করা হয়। বর্নাঢ্য র্যালীতে অংশ নেন প্রধান অতিথি বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু। এসময় উপস্থিত ছিলেন অত্র সংগঠনের সভাপতি নুর আলম ফকির, সহ-সভাপতি রফিকুল ইসলাম, সাধারন সম্পাদক মোত্তালিব হোসেন (লেক্কো), যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল জলিল মন্ডল, সাংগঠনিক সম্পাদক মোঃ আবু জুয়েলসহ শ্রমিক সংগঠনের বিভিন্ন পর্য়ায়ের নেতৃবৃন্দ প্রমূখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত