শ্রীনগরে জালিয়াত চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ

  নজরুল ইসলাম, শ্রীনগর প্রতিনিধি

প্রকাশ: ২৪ মার্চ ২০২৪, ১০:৪১ |  আপডেট  : ৩ মে ২০২৫, ০২:১৮

শ্রীনগরে ভুয়া পুলিশ ক্লিয়ারেন্স, ভুয়া আইডি কার্ড, পুলিশসহ বিভিন্ন কর্মকর্তার রাবার স্ট্যাম্প তৈরির জালিয়াত চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। 
গতকাল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মুন্সীগঞ্জের শ্রীনগর ও ঢাক থেকে রাজু আহমেদ,পলাশ হাওলাদার, মোঃ সবুজ হাওলাদার, মৃনাল কীর্ত্তনিয়া, মোঃ রুবেল ও প্রদীপ চন্দ্র সুত্রধর নামক জালচক্রে ৬ সদস্যকে গ্রেফতার করা হয়। 
তাদের কাছ থেকে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নাম পদবী সম্বলিত রাবার স্ট্যাম, পুলিশ ক্লিয়ারেন্স, ভুয়া আইডি কার্ড পুলিশসহ বিভিন্ন কর্মকর্তার রাবার স্ট্যাম, ব্যবহারকৃত কম্পিউটারের পিসি উদ্ধার করা হয়। 

শনিবার দুপুরে এক সাংবাদিক সম্মেলনে ওসি আব্দুল্লাহ আল তায়াবীর জানান তারা বিভিন্ন সময় মানুষকে ভুয়া পুলিশ ক্লিয়ারেন্স, আইডি কার্ড, বিভিন্ন কর্মকর্তার ভুয়া রাবার স্ট্যাম্প ব্যাবহার করে প্রতারণা করে আসছিলো। বিষয়টি জানার পর পুলিশ জালিয়াত চক্রের কাছ থেকে বিভিন্ন সরঞ্জাম উদ্ধারপূর্বক তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। 

 

সান

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত