শ্রীনগরে বিভিন্ন অনিয়মের অভিযোগে ৪টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা

প্রকাশ: ২৯ মার্চ ২০২৩, ১৬:২৬ | আপডেট : ৬ মে ২০২৫, ০৭:২৪

শ্রীনগরে বিভিন্ন অনিয়মের অভিযোগে ৪টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা
শ্রীনগর উপজেলায় ভাগ্যকুল ইউনিয়নের বালাসুর বৌ বাজারে নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্য, ডায়িং কালার কে খাদ্য রং বলে বিক্রি এবং বিভিন্ন অনিয়মে ৪ টি প্রতিষ্ঠান কে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার ২৮ মার্চ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর( মুন্সিগন্জ) এর সহকারী পরিচালক আব্দুস সালাম এর নেতৃত্বে মুন্সিগন্জ জেলার শ্রীনগর উপজেলার বালাসুর বৌ বাজারে এই অভিযান চালানো হয়।
এসময় উপস্থিত ছিলেন,শ্রীনগর থানার ফোর্স সহ উপজেলা স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা পরিদর্শক কর্মকর্তা নাসরিন সুলতানা মিলি।
এ ব্যাপারে নাসরিন সুলতানা মিলি বলেন,পবিত্র রমজান মাসে পুরো উপজেলায় বিভিন্ন ইউনিয়নে বিভিন্ন সময়ে রমজানের বাজার মনিটরিং এর ব্যবস্থা অব্যাহত থাকবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত