আদমদীঘিতে ট্রেনে কাটা পড়ে দুইজনের মৃত্যু

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি  

প্রকাশ: ১৫ মে ২০২৪, ১৯:২২ |  আপডেট  : ৩০ অক্টোবর ২০২৪, ১১:০২

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে থানাধীন এলাকায় দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে দুই জনের মৃত্যু হয়েছে। উপজেলার ছাতীয়ানগ্রাম রেলওয়ে স্টেশনের পাশে তিলেকপুরে এলাকায় ও রেলওয়ে থানাধীন আত্রাই স্টেশনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৫ মে) ভোরে ৫ টার দিকে আত্রাই রেলওয়ে স্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে আলমগীর হোসেন (৩৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত আলমগীর রাজশাহীর বাগমারা উপজেলার কাঁঠালবাড়ি এলাকার আব্দুল জব্বারের ছেলে। অপর দিকে একই দিন ভোর সাড়ে ৫টার দিকে তিলেকপুর স্টেশনের পাশে একই ট্রেনে কাটা পড়ে তোজাম্মেল হক বকুল (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়। মৃত তাজাম্মেল হক বকুল কুড়িগ্রাম জেলার উলিপুর থানার নারিকেল পাড়া এলাকার আব্দুল হকের ছেলে।
সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোক্তার হোসেন বলেন, লাশ দুটি উদ্ধার করে ময়না তদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত