নন্দীগ্রামে মাদককারবারিসহ গ্রেপ্তার তিন

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি   

প্রকাশ: ২৩ মে ২০২৫, ১০:৪৪ |  আপডেট  : ২৩ মে ২০২৫, ১৬:৪৯

বগুড়ার নন্দীগ্রামে মাদককারবারিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মাদকবিরোধী অভিযানে থানা পুলিশ ইয়াবা ও গাঁজাসহ দুইজন মাদককারবারি এবং সিআর মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করে। 

থানা সূত্রে জানা গেছে, বুধবার (২১ মে) রাতে থানা পুলিশ উপজেলার বুড়ইল ইউনিয়নের পোতা-কদমকুড়ি আঞ্চলিক সড়কে অভিযান চালিয়ে ভাটগ্রাম ইউনিয়নের কাথম পূর্বপাড়ার তোতা মিয়ার ছেলে মাদককারবারি আবু জাফর (১৯) কে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করে। অপরদিকে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ বুড়ইল ইউনিয়নের রুপিহার-সিংজানী আঞ্চলিক সড়কে অভিযান চালিয়ে সিংজানী গ্রামের কাতেব আলীর ছেলে জুয়েল হোসেন (২৫) কে ১৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। 

একই রাতে থানা পুলিশ উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের বিজরুল গ্রামে অভিযান চালিয়ে সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি কাওসার আহম্মেদ (২৬) কে গ্রেপ্তার করেছে। 

থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার (২২ মে) দুপুরে থানা থেকে আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও বলেন, থানা পুলিশের পক্ষ থেকে এ ধরনের অভিযান চলমান থাকবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত