পঞ্চগড়ে ছয়দিন ব্যাপি মান সম্মত প্রাথমিক শিক্ষার প্রশিক্ষণ সমাপ্ত

  পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৪, ১৮:১১ |  আপডেট  : ১৩ মে ২০২৪, ২২:৫৫

পঞ্চগড়ে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ছয় দিন ব্যাপী ইংরেজি বিষয়ে প্রথম ব্যাচের প্রশিক্ষণ রবিবার শেষ হয়েছে। পঞ্চগড় সদর উপজেলা রিসোর্স সেন্টার ( ইউআরসি) দক্ষতা বৃদ্ধির জন্য ব্যাচ ভিত্তিক এ প্রশিক্ষণের আয়োজন করে। প্রথম ব্যাচে পঞ্চগড় সদর উপজেলার ত্রিশটি বিদ্যালয়ের ত্রিশ জন শিক্ষক এ প্রশিক্ষণে অংশ নেয়।সমাপনী দিনে পঞ্চগড় সদর উপজেলা ইউআরসি ইন্সট্রাক্টর মমতাজুর আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষনার্থীদের সনদ তুলে দিয়ে বলেন, প্রশিক্ষলব্ধ জ্ঞান শ্রেনিকক্ষে প্রয়োগ করলে শিক্ষার্থীরা উপকৃত হবে। এসময় প্রশিক্ষক রবিউল ইসলাম ও ছত্রসেন রায় উপস্থিত ছিলেন।প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষকদের ইংরেজি বিষয়ে শিক্ষার্থীদের শোনা, বলা, পড়া ও লেখার দক্ষতা কীভাবে অর্জন করানো হবে এবং শ্রেণিকক্ষে শিখন শেখানোর বিভিন্ন কৌশল ও উপকরণ তৈরি ও ব্যবহার বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়।চলতি সেশনে আরো চারটি ব্যাচে উপজেলার ১২০ জন শিক্ষককে ইংরেজি বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত