পঞ্চগড়ে পাঁচ শহীদ পরিবার পেলো ৫০ লাখ টাকার সঞ্চয়পত্র

  পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ১৬ মে ২০২৫, ১০:১১ |  আপডেট  : ১৬ মে ২০২৫, ১৬:৩৪

গণঅভ্যূত্থানে দেশের বিভিন্ন স্থানে পঞ্চগড়ের পাঁচ শহীদের প্রত্যেক পরিবারকে ১০ লাখ টাকার করে মোট ৫০ লাখ টাকার সঞ্চয়পত্র তুলে দেয়া হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সঞ্চয়পত্র শহীদ পরিবারের সদস্যদের হাতে তুলে দেন পঞ্চগড় জেলা প্রশাসক মো. সাবেত আলী। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বি ও মোকাদ্দেসুর রহমান সান সহ শহীদ পরিবারের সমস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে, গত জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত ১৯ জুলাই ঢাকার মোহাম্মদপুর বছিলায় গুলিবিদ্ধ হয়ে মারা যান পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের প্রধান হাট এলাকার মুদি দোকানদার আবু ছায়েদ, ৪ আগস্ট গাজীপুরে পুলিশের গুলিতে নিহত হন পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ইউনিয়নের টেপ্রীগঞ্জ কাদেরের মোড় এলাকার কাঁচামাল ব্যবসায়ী শাহাবুল ইসলাম শাওন, ৫ আগস্ট ঢাকার মেরুল বাড্ডায় পুলিশের গুলিতে নিহত হন পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের কিত্তিনিয়াপাড়া এলাকার ইন্টারনেট শ্রমিক সাগর ইসলাম, একই দিনে ঢাকার আশুলিয়ায় পুলিশের গুলিতে মারা যান বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের আমিননগর এলাকার পোশাক শ্রমিক ও ছাত্র সুমন ইসলাম, একই দিনে গাজীপুরের মাওনায় বিজিবির গুলিতে আহত হয়ে ১২ আগস্ট ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের টোকরাভাসা সর্দারপাড়া এলাকার টেক্সটাইল মিলের কর্মী সাজু ইসলাম।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত