মাদারীপুর জেলা আওয়ামীলীগের রাজৈরে অক্সিজেন-চিকিৎসা সামগ্রী হস্তান্তর

  শফিক স্বপন, মাদারীপুর 

প্রকাশ: ১২ আগস্ট ২০২১, ২০:০৮ |  আপডেট  : ২০ মে ২০২৫, ১৬:৪৭

মাদারীপুরে জেলা আওয়ামী লীগের উদ্যোগে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে রাজৈরে করোনা রোগীদের চিকিৎসার জন্য অক্সিজেন সিলিন্ডারসহ বিভিন্ন সামগ্রী রাজৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা: প্রদীপ কুমার মন্ডলের কাছে হস্তান্তর করা হয়েছে। 

মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা উপস্থিত থেকে ১০টি অক্সিজেন সিলিন্ডার, তিন হাজার মাস্ক ও এক হাজার হ্যান্ড গ্লাভস বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য বীর মুক্তিযোদ্ধা সেকান্দার আলী শেখ, দেলোয়ার হোসেন দিলীপ, ইউসুব আলী, উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ ফজলুল হক বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা মোস্তফা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান বক্কার, পৌরসভার সাবেক মেয়র শামীম নেওয়াজ মুন্সী, জেলা যুবলীগের উপ-দপ্তর সম্পাদক কাজী আনোয়ার হোসেন প্রমুখ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত