মুন্সিগঞ্জে ডেলটা লাইফে বর্ষ সমাপনীর পরিকল্পনা সভা অনুষ্ঠিত
লিটন মাহমুদ, মুন্সিগঞ্জ
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫, ১৮:১৪ | আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৫, ১০:৪৯
ডেলটা লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেডের মুন্সিগঞ্জ সার্ভিস সেন্টারের উদ্যোগে সফলভাবে বর্ষ সমাপনীর পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) মুন্সিগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের রিস্তা চাইনিজ রেস্টুরেন্টে এ সভার আয়োজন করা হয়।
মুন্সিগঞ্জ সার্ভিস সেন্টারের ইনচার্জ ডিভিপি রহমত উল্লাহ দিদারের সভাপতিত্বে ও এজিএম জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) এফসিএমএ উত্তম কুমার সাধু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইভিপি ও একক বীমা বিভাগের প্রধান মোঃ ফরহাদ জলিল, সিনিয়র ম্যানেজার আক্তার হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন উন্নয়ন কর্মকর্তা ডিভিপি সামছুল আরেফিন সোহেল ডিজিএম আমজাদ হোসেন, রাসেল পোদ্দার । আরও উপস্থিত ছিলেন এজিএম আলমাছ বেপারীসহ বিভিন্ন ইউনিটের ইউনিট ম্যানেজার, মার্কেটিং অফিসার এবং মাঠ পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা।
সভায় বর্ষ সমাপনীর সার্বিক কার্যক্রম, নির্ধারিত লক্ষ্য অর্জনের অগ্রগতি, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং কর্মদক্ষতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় বক্তারা কোম্পানির টেকসই উন্নয়নের জন্য দলগত প্রচেষ্টা ও পেশাদারিত্বের গুরুত্ব তুলে ধরেন এবং সংশ্লিষ্ট সকলের প্রতি দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত