রাজধানীর প্রতিটি প্রবেশমুখে তল্লাশি ও নিরাপত্তা বাড়াচ্ছে পুলিশ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ১৬:২৪ |  আপডেট  : ১৭ ডিসেম্বর ২০২৫, ১৮:৪০

ঢাকা মহানগরীর নিরাপত্তা নিশ্চিত ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর প্রতিটি প্রবেশমুখে তল্লাশি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে পুলিশ। বুধবার বিকাল থেকে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিশেষ চেকপোস্ট কার্যক্রম শুরু হচ্ছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এক খুদে বার্তায় এ তথ্য জানান। 

তালেবুর রহমান বলেন, ঢাকা মহানগরীর সামগ্রিক নিরাপত্তা ও জনশৃঙ্খলা রক্ষার্থে অদ্য থেকে চেকপোস্ট ব্যবস্থা আরও বেগবান করা হয়েছে। আজ বিকাল ৪টা থেকে মহানগরীর বিভিন্ন বিভাগের কৌশলগত স্থানগুলোতে এই তল্লাশি কার্যক্রম পরিচালিত হবে।

নির্ধারিত স্থানগুলোর মধ্যে রয়েছে- রমনা বিভাগের বসিলা, লালবাগ বিভাগের বাবুবাজার, ওয়ারী বিভাগের পোস্তগোলা ব্রিজ, মাতুয়াইল ইউ-লুপ ও স্টাফ কোয়ার্টার এলাকা। এছাড়া মতিঝিল বিভাগের বাসাবো (কমলাপুরগামী রাস্তা), মিরপুর বিভাগের গাবতলী, গুলশান বিভাগের ৩০০ ফিট এবং উত্তরা বিভাগের আব্দুল্লাহপুর ব্রিজ, কামারপাড়া ও ধৌড় ব্রিজ এলাকায় চেকপোস্ট পরিচালনা করা হবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত