পঞ্চগড়ে সীমান্তে বাংলাদেশে দূলর্ভ প্রাণি নীলগাই উদ্ধার

  পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ১১ মে ২০২৫, ১৯:১৯ |  আপডেট  : ১২ মে ২০২৫, ১২:৪৬

পঞ্চগড় সদর উপজেলার গড়িনাবাড়ী এলাকা হতে একটি আহত অবস্থায় দূর্লভ প্রজাতির প্রাণি নীল গাই উদ্ধার করেছে এলাকাবাসী। এটি বাংলাদেশে দূর্লভ প্রাণি।   

উদ্ধার হওয়া সেই নীল গাইটিকে পঞ্চগড় বন বিভাগের নিকট হস্তান্তর করা হয়। এদিকে গড়িনাবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনোয়ার হোসেন দীপু জানান, রবিবার ইউয়িনের সর্দারপাড়া ঈদগাহ এলাকার ভূট্রা ক্ষেত এলাকায় ঘোরাফেরা করার সময় স্থানীয় লোকজন আহত অবস্থায় সেটিকে উদ্ধার করে। ওই এলাকার লোকজন জানায় ৬-৭ দিন আগে নীলগাইটিকে এলাকায় দেখতে পায়। কিন্তু তখন আর সেটিকে খুঁজে পাওয়া যায়নি। ধারনা করা হচ্ছে, ভারতের তারকাটা পার হতে হয়তো শরীরে আঘাত পায় প্রাণিটি। এছাড়া জঙ্গলে অন্য প্রাণি দ্বারা আঘাতপ্রাপ্ত হয়।

পঞ্চগড় বন বিভাগের (এস এফ এনটিসি )ভারপ্রাপ্ত কর্মকর্তা হরিপদ দেবনাথ জানান, নীল গাই বাংলাদেশে বিরল প্রাণি এর আগে সদর উপজেলার চাকলাহাট সীমান্তে আরো একটি নীল গাই উদ্ধার করা হয়েছিল। আজকের টি গড়িনাবাড়ী সীমান্তে পাওয়া যায়। এলাকাবাসী উদ্ধার করে আমাদের নিকট হস্তান্তর করে। প্রাথমিক ভাবে মনে হচ্ছে জঙ্গলে ঘোরাফেরার কারণে শিয়াল অথবা অন্য প্রাণি এটিকে আঘাত করে। ফলে আহত হয়। আমাদের বন বিভাগে প্রাণি সম্পদ অফিসের চিকিৎসকগন চিকিৎসা দিচ্ছে।আশা রাখি সুস্থ হলে আগেরটির মতো এটিকেও সাফারি পার্কে পাঠানো হবে। তিনি জানান নীলগাইটি ফিমেল বা মাদী প্রাণি।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত