স্বৈরাচার আওয়ামী লীগের দোসর খুনি সন্ত্রাসীদের দেশত্যাগ বন্ধ ও গ্রেফতারের দাবিতে জিসফ’র বিক্ষোভ মিছিল

প্রকাশ: ১১ মে ২০২৫, ১৯:১৩ | আপডেট : ১২ মে ২০২৫, ১২:৩৮

স্বৈরাচার আওয়ামী লীগের দোসরদের একের পর এক দেশত্যাগ এবং আওয়ামী দুর্নীতিবাজ খুনী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে ১১ মে ২০২৫ রোববার দুপুরে জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরাম কেন্দ্রীয় নির্বাহী কমিটি সহ জিসফ ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ নেতৃবৃন্দ রাজধানীর বিজয় স্বরণি থেকে ফার্মগেট পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন।
জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরাম কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মনজুর রহমান ভূঁইয়ার নেতৃত্বে উক্ত বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জিসফ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি শামসুজ্জোহা, জিসফ কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক মো: জসিম হোসেন, ইঞ্জিনিয়ার সুমন, রাজিব আহমেদ খান, যুব বিষয়ক সম্পাদক বরকত পাটোয়ারী, শিশু বিষয়ক সম্পাদক মোহাম্মদ খোকন, যোগাযোগ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন মানিক, জিসফ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ মনির হোসেন, মোঃ মামুন হোসেন, মোঃ আলমগীর হোসেন, জিসফ মালদ্বীপ শাখার সভাপতি মোঃ সুজন মিয়া, জিসফ ঢাকা মহানগর উত্তরের আহবায়ক ফয়েজ পাটোয়ারী, সদস্য সচিব সাইফুল ইসলাম মোল্লা, ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক শেখ শহীদ ইসলাম, সদস্য সচিব হাইকুল ইসলাম, জিসফ ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহবায়ক মো:জুয়েল হোসেন, মোহাম্মদ রনি, আবু ছায়েদ জিসফ ঢাকা মহানগর দক্ষিণ সদস্য দেলোয়ার, মামুন, মুন্না, জিসফ ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহবায়ক মো: রেজভী, মোঃ ফারুক হোসেন, জিসফ মিরপুর থানার সভাপতি মোহাম্মদ ফয়েজ উল্লাহ, জিসফ কাফরুল থানার সিনিয়র যুগ্ম আহবায়ক মামুন হাওলাদার, মোহাম্মদ ফয়েজ হোসেন সহ প্রমুখ।
এ সময় সংক্ষিপ্ত সমাবেশে জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরাম কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মনজুর রহমান ভূঁইয়া বলেন, ২৪’শের জুলাই বিপ্লবে ছাত্র-জনতার রক্তের উপর দিয়ে বাংলাদেশ দ্বিতীয় বার স্বাধীন হয়েছে। সে হত্যা মামলার আসামীরা কিভাবে নির্ভিঘ্নে দেশ ত্যাগ করে? ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এটি আমাদের প্রশ্ন। তারা মুখে যা বলে আসলে বাস্তবে সেই কাজ করে না। সরকার মুখে বলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে কিন্তু বাস্তবে আওয়ামী দোসরা সরকারের বিভিন্ন পর্যায়ে পুনবার্সিত হচ্ছে। আমরা এসকল ঘটনার তীব্র নিন্দা জানাই।
তিনি বলেন, স্বৈরাচারের দোসরদের অনতি বিলম্বে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। যদি গ্রেফতার না করেন তাহলে আমরা জাতীয়তাবাদী চেতনার বিশ্বাসীরা আবারো রাজপথে নামতে বাধ্য হবো। ফ্যাসিবাদী আওয়ামী লীগের নিবন্ধন অবিলম্বে বাতিল করতে হবে। তারা যে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে তা অনতি বিলম্বে ফিরিয়ে এনে দেশ ও জনগণের কাজে ব্যয় করতে হবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত