মধ্যপ্রদেশে বাস-লরি সংঘর্ষে প্রাণ ঝরল ১৫ জনের

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২২, ১০:৪৬ |  আপডেট  : ১০ মে ২০২৫, ২১:২৭

ভারতের মধ্যপ্রদেশের রেওয়া এলাকায় যাত্রীবাহী বাস ও পণ্যবাহী লরির মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৫ জন নিহত হয়েছেন।

শুক্রবার গভীর রাতের এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৪০ জন। এদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেছেন উদ্ধারকর্মীরা। খবর এনডিটিভির।
 
দুর্ঘটনাকবলিত বাসটি তেলেঙ্গানা রাজ্যের হায়দরাবাদ থেকে উত্তরপ্রদেশের গোরাখপুর যাচ্ছিল।

দোতলা বাসটিতে ১০০ জনের মতো যাত্রী ছিলেন। আহতদের উদ্ধার করে সুহাগি জেলা হাসপাতাল ও রেওয়ার সঞ্জয় গান্ধী হাসপাতালে ভর্তি করা হয়েছে।


দুর্ঘটনায় ঘটনাস্থলে ১৪ জন এবং হাসপাতালে নেওয়ার পর আহতদের মধ্যে আরও একজন মোট ১৫ জন প্রাণ হারিয়েছেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত