শ্রীনগরে মজুরীর টাকা চাওয়াতে মারধর,বাড়িঘরে হামলা ভাঙচুর মালামাল লুট

প্রকাশ: ১০ মে ২০২৫, ২২:২৪ | আপডেট : ১১ মে ২০২৫, ০৩:১৮

মুন্সীগঞ্জের শ্রীনগরে মজুরীর পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে রাজমিস্ত্রীকে মারধরসহ তার বাড়িঘরে হামলা চালিয়ে ভাংচুর,নগদ টাকা, স্বর্ণালংকার ও মালামাল লুট করে নেয়ার অভিযোগ উঠেছে।
শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার কোলাপাড়া গাবতলা এলাকায় এ মারধরসহ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আহত রাজমিস্ত্রী জামাল হোসেন বাদী হয়ে কোলাপাড়া ভাইয়া একতা সমিতির হেলালসহ ৪ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাতনামা ১০-১২ জনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
স্থানীয়রা জানান, উপজেলার কোলাপাড়া এলাকায় নিজেদের শক্তি প্রদর্শন ও আধিপত্য বিস্তারের জন্য কোলাপাড়া ভাইয়া একতা সমিতিসহ পাল্টাপাল্টি ১০-১২টি ক্লাব তৈরী করা হয়েছে। এসব ক্লাব নিয়ে প্রায় সময়ই এলাকায় একে অপরের সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে এবং এলাকার শান্তি শৃঙ্খলা বিনষ্ট করে আসছে। গত ৪বছর পুর্বে কোলাপাড়া ভাইয়া একতা সমিতি মেরামতের কাজ করেন রাজমিস্ত্রী জামাল হোসেন। কাজের মজুরীর সাড়ে ৭ হাজার টাকা ক্লাবের সদস্যরা দেই দিচ্ছি বলে জামালকে ঘুরাতে থাকে। ঘটনার দিন শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে রাজমিস্ত্রী জামাল ঐ ক্লাবের সদস্য কোলাপাড়া এলাকার শামসুদ্দোহার ছেলে হেলালসহ একই এলাকার রাব্বি, তিতিল ও সাগরসহ আরো অজ্ঞাত নামা ১০-১২জনকে ক্লাবে পেয়ে তার মজুরীর টাকা চায়। এতে হেলালগং রাজমিস্ত্রী জামালের উপর অতর্কিত হামলা চালিয়ে তাকে ধাক্কা মেরে রান্না করা খাবারে পাতিলেরউপর ফেলে দেয় এবং এলোপাথাড়ি পিটিয়ে তাকে আহত করে। আহত জামালের ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে জামালকে রক্ষা করে। এসময় ক্লাবের সদস্যরা পাতিলের খাবার নষ্ট হওয়ায় উল্টো জামালের কাছ থেকে জরিমানা আদায় করে।
পরবর্তীতে ঐ দিনই রাত ১০টার দিকে হেলালের নেতৃত্বে ১৫-২০ জন হাতে দেশীয় অস্ত্র নিয়ে রাজমিস্ত্রী জামালের বসতবাড়িতে হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর করে এবং ঘরে থাকা নগদ টাকা,স্বর্ণালংকার ও মালামাল লুট করে নিয়ে হত্যার হুমকি দিয়ে চলে যায়।
স্থানীয় যুবদল নেতা মনজিল জানান, ক্লাবের সামনের ঘটনাটি আমিসহ যুবদল নেতা স্বাধীন ভাই ও অন্যান্যরা মীমাংসা করে দেয়ার পর তারা পুনরায় জামালের বাড়িঘরে হামলা চালিয়েছে।
এব্যাপারে শ্রীগর থানার অফিসার ইনচার্জ মোঃ শাকিল আহম্মেদ বলেন এঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। এব্যাপারে তদন্ত পুর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত