হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার ঘটনায় ৫৪ আওয়ামী লীগ নেতাকর্মী আটক

প্রকাশ: ৫ মে ২০২৫, ১১:২৬ | আপডেট : ৫ মে ২০২৫, ১৫:১৮

গাজীপুর মহানগরের বাসন সড়ক এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় ৫৪ জনকে আটক করেছে পুলিশ।
গতকাল রোববার থেকে আজ সোমবার সকাল পর্যন্ত চান্দনা চৌরাস্তা ও আশপাশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) রবিউল ইসলাম জানান, রোববার সন্ধ্যায় এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার পরপরই দোষীদের শনাক্ত ও আটকে পুলিশের একাধিক দল অভিযানে নামে। অভিযানের ধারাবাহিকতায় রাতভর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫৪ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে আটক করা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। এনসিপির পক্ষ থেকে লিখিত অভিযোগ (এজাহার) দিলে মামলা করা হবে।
কা/আ
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত