কাউনিয়ার প্রধান শিক্ষক আঃ মতিনের বিদ্যালয়ে শেষ কমর্ দিবস

প্রকাশ: ৮ মে ২০২৫, ১৮:১২ | আপডেট : ৮ মে ২০২৫, ২৩:৩৭

টানা ৩২ বছর নিষ্ঠা ও সুনামের সঙ্গে শিক্ষকতা করে অবসরে গেলেন পাঞ্জরভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মোঃ আব্দুল মতিন মিঞা। ১৯৯২ সালের ৬ জানুয়ারি তিনি উক্ত বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দিয়েছেন এবং সহকর্মীদের কাছে হয়ে উঠেছেন একজন শ্রদ্ধেয় সহকর্মী। তার কর্মদক্ষতা, আন্তরিকতা ও মানবিক গুণাবলির কারণে সবার কাছে প্রিয় স্যার হিসেবে পরিচিত করেছে। ২০২৫ সালের ৮ মে তিনি আনুষ্ঠানিকভাবে অবসরে যান। তার বাড়ি রংপুরের কাউনিয়া উপজেলার তালুক সাহবাজ গ্রামে। অবসরে গিয়েও তিনি সমাজ ও ধর্মের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে চান। অবসরকালীন জীবনে সুস্থ থেকে মহান আল্লাহ তাআলার ইবাদত-বন্দেগি করতে পারেনর এ প্রত্যাশায় সকলের দোয়া চেয়েছেন তিনি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত