ছাগলের ঘাস খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত, দুই ভাই আটক

প্রকাশ: ৮ মে ২০২৫, ১১:১৭ | আপডেট : ৮ মে ২০২৫, ১৬:০০

নরসিংদী সদর উপজেলার চরাঞ্চল করিমপুর ইউনিয়নের বাউশিয়া গ্রামে ছাগলের ঘাস খাওয়ানোকে কেন্দ্র করে প্রাণঘাতী সংঘর্ষে মোস্তফা মিয়া (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (৭ মে) দুপুরে নিহত ছাড়াও এ ঘটনায় তার ছেলে ও মেয়েসহ তিন জন আহত হন। সন্ধ্যায় ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই ভাই রুবেল মিয়া (৩৩) ও আলাউদ্দিন মিয়া (৩৫) নামে ২ জনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে বাড়ির পাশে মাঠে ছাগল বাঁধাকে কেন্দ্র করে মোস্তফা মিয়ার সঙ্গে প্রতিবেশী আলাউদ্দিনের বাগবিতণ্ডা হয়। এর একপর্যায়ে আলাউদ্দিনের পক্ষের লোকজন—রুবেল, আলমগীর, সোহাগ ও তালেব আলী দেশীয় অস্ত্র নিয়ে মোস্তফা মিয়া ও তার পরিবারের ওপর হামলা চালায়। হামলায় মোস্তফা মিয়া ছাড়াও তার ছেলে শাহীন (২১) ও মেয়ে তানিয়া (২৮) গুরুতর আহত হন।
স্থানীয়দের সহায়তায় আহতদের নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়। মোস্তফার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। নিহত মোস্তফা মিয়া বাউশিয়া গ্রামের শুক্কুর মিয়ার ছেলে।
নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িতদের মধ্যে রুবেল ও আলাউদ্দিনকে আটক করা হয়েছে। অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।’
তিনি আরও বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিবেশ আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। আমাদের আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে।’
কা/আ
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত