ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্য’র হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবীতে জামালপুরে প্রতিবাদ সমাবেশ

  ছাইদুর রহমান, জামালপুর প্রতিনিধি  

প্রকাশ: ১৮ মে ২০২৫, ১৭:৫২ |  আপডেট  : ১৮ মে ২০২৫, ২১:১০

জামালপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য’র হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ মে) দুপুরে সরকারি আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গনে কলেজ শাখা ছাত্রদল এই কর্মসুচির আয়োজন করে।

কলেজ ক্যাম্পাসের পানাউল্লাহ আহমেদ ছাত্রাবাসের সামনে থেকে ছাত্রদল নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে কলেজের প্রশাসনিক ভবনের সামনে এসে প্রতিবাদ সমাবেশ করে। সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক ও জেলা ছাত্রদলের সহ সভাপতি বোরহান উদ্দিনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, ছাত্রদল নেতা হৃদয়, রাকেশ, জিহাদ, রবেল, জাকিরুলসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। 

এ সময় বক্তারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সোহরাওয়ার্দী উদ্যানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনিস্টিউটের শিক্ষার্থী ও স্যার এ.এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্যকে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে হত্যা করে। হত্যাকান্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান বক্তারা।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত