সাম্য হত্যার প্রতিবাদে শিবগঞ্জে সরকারি এম,এইচ  কলেজে ছাত্রদলের প্রতিবাদ সমাবেশ

  রশিদুর রহমান রানা, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি  

প্রকাশ: ১৮ মে ২০২৫, ১৭:৫৫ |  আপডেট  : ১৮ মে ২০২৫, ১৯:০২

সাম্য হত্যার প্রতিবাদে  সারা দেশের ন্যায় বগুড়ার শিবগঞ্জে জাতীয়তাবাদী ছাত্রদল সরকারি  এম, এইচ  কলেজ শাখার আয়োজনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে শিবগঞ্জ সরকারি এম, এইচ মহাবিদ্যালয় চত্বরে সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলার তদন্তে গাফিলতির প্রতিবাদে হত্যাকান্ডে জড়িত মূল ঘাতক সহ সকল আসমাীকে গ্রেফতার ও সুষ্ঠ বিচার এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে অত্র কলেজের সভাপতি শাহরিয়ার ইমন এর সভাপতিত্বে  এ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

 প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সভাপতি বিপুল রহমান, সাধারণ সম্পাদক মীর মুন, আল রাহী, কামাল হোসেন, তাহিব হোসেন, সাকিব হোসেন, সাজিব আহম্মেদ, মেহেদী হাসান, শান্ত রহমান, রাহুল ইসলাম, সাদ্দাম হোসেন প্রমুখ। প্রতিবাদ সমাবেশ শেষে সাম্য হত্যার বিচারের দাবীতে এক বিক্ষোভ মিছিল পৌর শহর প্রদক্ষিণ করে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত