দীর্ঘ ৫৫ বছর পর চিলাহাটি-হলদিবাড়ি রুটে ট্রেন চালু

প্রকাশ: ১ আগস্ট ২০২১, ১১:৫৬ | আপডেট : ১৩ মে ২০২৫, ২০:৩৫

দীর্ঘ ৫৫ বছর পর চিলাহাটি-হলদিবাড়ি রেলপথে পুনরায় পণ্যবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে আজ রবিবার (১ আগস্ট)। প্রথম চালানে আসছে পাথর। প্রথম ট্রিপে ৩০টি ওয়াগনের ট্রেনটি ভারত থেকে এই রুটে বাংলাদেশে প্রবেশ করবে।
গত বৃহস্পতিবার (২৯ জুলাই) এ উপলক্ষে ভারতীয় রেলওয়ের দুটি লোকোমোটিভ ভারতের নিউ জলপাইগুড়ি থেকে ছেড়ে আসে। পরে হলদিবাড়ি সীমান্ত দিয়ে নীলফামারীর চিলাহাটি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের চিলাহাটি রেলস্টেশনে পরীক্ষামূলক যাত্রা সম্পন্ন করে আবার ফিরে যায়।
এর আগে ২০২০ সালের ১৭ ডিসেম্বর বাংলাদেশের চিলাহাটি থেকে ভারতের হলদিবাড়ি পর্যন্ত পণ্যবাহী ট্রেন চলাচলের উদ্বোধন করা হয়। সেটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেছিলেন দুই দেশের প্রধানমন্ত্রী।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত