নন্দীগ্রামে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৫, ১৬:২০ | আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৫, ১৯:১৯
বগুড়ার নন্দীগ্রামে যথাযোগ্য মর্যাদায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টায় নন্দীগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ৩১বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের শুভ সূচনা করা হয়। এরপর নন্দীগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা ইউনিট কমান্ড, নন্দীগ্রাম পৌরসভা, বাংলাদেশ পুলিশের নন্দীগ্রাম সার্কেল, নন্দীগ্রাম থানা, কুন্দারহাট হাইওয়ে থানা, উপজেলা বিএনপি, নন্দীগ্রাম প্রেস ক্লাবসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়। এরপর বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
সেসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরা, উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কল্পনা রানী রায়, সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, বাংলাদেশ পুলিশের নন্দীগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার নুরুজ্জামান চৌধুরী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আন্না রানী দাস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ইকবাল মাহমুদ লিটন, উপজেলা প্রকৌশলী নূর নবী খান, থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এসএম সারওয়ার জাহান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার মো. ফজলুল করিম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা আকতার বানু, উপজেলা সমবায় কর্মকর্তা ঝরনা রানী দেবনাথ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবুল হোসেন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা রবিউল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী শুভ্র বসাক, মুক্তিযোদ্ধা শাহজাহান আলী, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমন, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ও দপ্তর সম্পাদক অদ্বৈত কুমার আকাশ প্রমুখ।
তারপর মহান বিজয় দিবসের অন্যান্য কর্মসূচি পালন করা হয়। এছাড়াও উপজেলার বিভিন্নস্থানে মহান বিজয় দিবস পালিত হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত