বিজয় দিবসে মুন্সীগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন
লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৫, ১২:০৬ | আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৫, ১৬:১৬
মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে মুন্সীগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে মুন্সীগঞ্জ আজ মঙ্গলবার ১৬ ডিসেম্বর সকালে কেন্দ্রীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে দেশের জন্য জীবন উৎসর্গকারী সকল শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন মুন্সীগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএম ।
পুষ্পস্তবক অর্পণ শেষে মুক্তিযুদ্ধে শহীদ সকল মুক্তিযোদ্ধাদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।এ সময় মুন্সীগঞ্জ জেলা পুলিশের ঊর্ধতন কর্মকর্তাগণ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত