ভারত–পাকিস্তান যুদ্ধের খবরে শেয়ারবাজারে বড় ধস

প্রকাশ: ৭ মে ২০২৫, ১৫:২৬ | আপডেট : ৮ মে ২০২৫, ০৪:৫৩

ভারত ও পাকিস্তানের মধ্যে উদ্ভূত সামরিক উত্তেজনার সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশের পুঁজিবাজারে। বুধবার (৭ মে) লেনদেনের শুরুতেই ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) বড় ধরনের পতনের মুখে পড়ে। মাত্র ১০ মিনিটের লেনদেনেই প্রধান সূচক ডিএসইএক্স ৭০ পয়েন্টের বেশি পড়ে যায়।
ডিএসই সূত্রে জানা গেছে, দিনের শুরুতেই সূচকের ধস নামে। প্রথম পাঁচ মিনিটে ডিএসইএক্স সূচক পড়ে ৫০ পয়েন্টের বেশি, আর ১০ মিনিটের মধ্যে পতন হয় ৭০ দশমিক ৯৭ পয়েন্ট বা ১ দশমিক ৪৩ শতাংশ। অপরদিকে ডিএসইএস সূচক কমে ১৭ দশমিক ৫৮ পয়েন্ট বা ১ দশমিক ৬১ শতাংশ এবং ডিএস৩০ সূচক কমে ২০ দশমিক ৯১ পয়েন্ট বা ১ দশমিক ১৪ শতাংশ।
লেনদেনের তালিকায় আজ শীর্ষে রয়েছে বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড। এরপর অবস্থান করছে এনআরবি ব্যাংক ও বিচ হ্যাচারি লিমিটেড। তবে বাজারের সার্বিক চিত্র বেশ হতাশাজনক। লেনদেনের শুরুতে মাত্র ৯টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, বিপরীতে দর কমেছে ৩৩৪টির, অপরিবর্তিত রয়েছে ১৪টি কোম্পানির শেয়ারদর।
বিশ্লেষকদের মতে, ভারত–পাকিস্তান যুদ্ধের খবরে বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে, যার ফলেই বাজারে এই পতন। তারা বলছেন, আঞ্চলিক অস্থিরতা অর্থনীতিতে অনিশ্চয়তা তৈরি করে, যা বিনিয়োগকারীদের সর্তক করে তোলে এবং তাৎক্ষণিকভাবে পুঁজিবাজারে নেতিবাচক প্রভাব ফেলে।
বিশেষজ্ঞরা পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা ও ধৈর্য বজায় রাখার পরামর্শ দিয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাজারে অস্থিরতা অব্যাহত থাকতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তারা।
কা/আ
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত