ভ্যানচালক হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার গান বাংলার তাপস

প্রকাশ: ৭ মে ২০২৫, ১৪:৫৯ | আপডেট : ৮ মে ২০২৫, ০৪:৫১

ভ্যানচালক হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল গান বাংলার মালিক কৌশিক হোসেন তাপসকে। বুধবার (৭ মে) সকালে ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) জি এম ফারহান ইসতিয়াক এ আদেশ দেন।
মামলার অভিযোগপত্র থেকে জানা যায়, গত বছরের ১৯ জুলাই গুলশানের শাহজাদপুরে অবস্থিত কনফিডেন্স টাওয়ারের সামনে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেন একদল মানুষ। ওই সময় আন্দোলনকারীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনী এবং ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা গুলি চালায় বলে অভিযোগ ওঠে। এতে ভ্যানচালক জব্বার আলী হাওলাদার গুরুতরভাবে গুলিবিদ্ধ হন।
এ ঘটনার পর জব্বার আলী হাওলাদার নিজেই বাদী হয়ে গুলশান থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০৯ জনকে আসামি করা হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, আন্দোলনের সময় জব্বার আলীকে হাসপাতালে চিকিৎসা নিতে বাধা দেওয়া হয়েছিল এবং পরবর্তীতে তার পায়ে গুলি করে হত্যাচেষ্টা চালানো হয়। এই অভিযোগের প্রেক্ষিতেই কৌশিক হোসেন তাপসের বিরুদ্ধে গ্রেপ্তারি আদেশ কার্যকর করা হয়েছে।
সা/ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত