মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত একজন

  শফিক স্বপন মাদারীপুর:

প্রকাশ: ১৫ জুন ২০২১, ২০:৩১ |  আপডেট  : ১৭ মে ২০২৫, ২৩:১৭

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকসহ দুইজন নিহত ও একজন আহত হয়েছে। আজ বিকাল ৬টার দিকে মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক সড়কের পখিরা নামক এলাকা ট্রাক ও মোটর সাইকেল দুর্ঘটনায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শরীয়তপুরের হরিণাকুন্ড ফেরিঘাট থেকে একটি ভাড়া চালিত মোটরসাইকেলে চালকসহ তিনজন মাদারীপুরের উদ্দেশ্যে রওনা দেয়। মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক সড়কের মাদারীপুর সদরের পখিরা নামক স্থানে আসলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে চলমান একটি ট্রাকের পিছনে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলেই দুইজন নিহত হন। নিহতরা হলেন মোটর সাইকেল চালক শরীয়তপুর জেলার উত্তর চর কুমারিয়া গ্রামের দিদারুল হাওলাদারের ছেলে ইসমাইল (২৭) এবং মাদারীপুর জেলার সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের চরগোবিন্দপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে আব্দুর রহমান (২০। আহত আলমগীর হোসেন কুমিল্লা জেলার মেঘনা থানার মুরারচর গ্রামের সামসুল হকের ছেলে। আলমগীর হোসেন বর্তমানে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত