মুজিবনগরে বজ্রপাতে কৃষক নিহত

প্রকাশ: ৩ আগস্ট ২০২১, ০৮:৫৪ | আপডেট : ১৯ মে ২০২৫, ০৮:৫৭

মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার নাজিরাকোনা গ্রামের মাঠে বজ্রপাতে রফিকুল ইসলাম (৪০) নামের এক কৃষক নিহত হয়েছেন। নিহত রফিকুল নাজিরাকোনা গ্রামের আবুল কাশেমের ছেলে। সোমবার বিকেলে বজ্রপাতে নিহতের ঘটনা ঘটে।
এলাকাবাসি জানায়,সোমবার বিকেলে বৃষ্টি হচ্ছিল। এসময় রফিকুল গ্রামের একটি মাঠে ট্রলার দিয়ে জমি চাষ করছিলেন। এসময় আকস্মিক একটি বজ্রপাতে তার শরীর আঘাত করলে,গুরুতরভাবে আহত হন। মাঠের অন্যান্য কৃষকরা তাকে উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। মুজিবনগর থানার ওসি আব্দুল হাশেম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত