মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসারকে বিদায় সংবর্ধনা 

  মেহের আমজাদ, মেহেরপুরঃ 

প্রকাশ: ৩ আগস্ট ২০২১, ০৮:৫৮ |  আপডেট  : ১১ মে ২০২৫, ০৫:৩২

মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুল আলম কে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে বিদায় সংবর্ধনা দেয়া হয়। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা পরিষদের পক্ষ থেকে বিদায়ী উপজেলা নির্বাহি অফিসার মাসুদুল আলমকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। 

সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডঃ ইয়ারুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোমিনুল ইসলাম,লতিফুন্নেছা লতা, পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, আমঝুপি ইউনিয়নের চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ চুন্নু, আমদহ ইউনিয়নের চেয়ারম্যান আনারুল ইসলাম,বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শাহজামান,কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল আলম প্রমুখ সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত