মোটরসাইকেল কিনে না দেওয়ায় অভিমানে কিশোরের আত্মহত্যা!

প্রকাশ: ২৮ জুন ২০২১, ২০:২৪ | আপডেট : ১৮ মে ২০২৫, ১৬:৪৯

বগুড়ার শিবগঞ্জে মোটরসাইকেল কিনে না দেওয়ায় পরিবারের উপর অভিমান করে আত্মহত্যা করেছে এক কিশোর।
২৮ জুন সকাল ১১টার দিকে উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের মাছিমপুর (চন্দ্রপুকুর) গ্রামের নিরব(১৭) গলায় রশ্মি পেচিয়ে আত্মহত্যা করে। সে ঐ এলাকার আনোয়ার হোসেন এর পুত্র।
নিরবের পরিবার সূত্রে জানা যায়, নিরব তার মায়ের সাথে মাঝে মধ্যেই জেদ ধরে তাকে মোটর সাইকেল কিনে নেওয়ার জন্য। তাকে মোটরসাইকেল কিনে না দেওয়ার জেদে তার সয়ন কক্ষে আত্যহত্যা করে।
তবে ঐ এলাকার লোকমুখে গুঞ্জন উঠেছে সে প্রেমঘটিত কারণে আত্মহত্যা করেছে।
শিবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত