রংপুর-কুড়িগ্রাম মাহাসড়কে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশ: ৬ আগস্ট ২০২১, ১০:৩৪ | আপডেট : ১৫ মে ২০২৫, ১৭:৫১

কাউনিয়ার বুড়াইল ব্রীজের সন্নিকটে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে মাহতাবুর রহমান সরকার (৫৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও মাহিগঞ্জ মেট্রো থানা সুত্রে জানাগেছে, লালমনিরহাট থেকে রংপুর গামী ট্রাক যার নং চট্রমেট্রো- ১১-০৬৮৩ উপজেলার বুড়াইল ব্রীজের নিকট পৌঁছিলে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সাথে সংঘর্ষ ঘটে এতে ঘটনা স্থলেই প্রাণ হারায় মটরসাইকেল আরোহী মাহাতাবুর রহমান সরকার। সে কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার সরকার পাড়া গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিক সরকারের পুত্র। ঘাতক ড্রাইভার ট্রাক টি ঘটনা স্থলে ফেলে পালিয়ে যেতে সক্ষম হয়। মাহিগঞ্জ মেট্রোথানা পুলিশ ঘটনা স্থল থেকে নিহতের লাশ ও ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় প্রায় একঘন্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে যানবাহন চলাচল স্বাভাবিক করে। রংপুর মেট্রো পুলিশের মাহিগঞ্জ থানার ওসি রোকনুজ্জামান দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত