শ্রীনগরে ৩১ জনের করোনা শনাক্ত 

  নজরুল ইসলাম, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

প্রকাশ: ৩ আগস্ট ২০২১, ০৮:৪৯ |  আপডেট  : ১৩ মে ২০২৫, ১০:২৮

শ্রীনগরে নতুন করে ৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে উপজেলায় করোনা ভাইরাস শনাক্তের মোট সংখ্যা দাড়ালো ১১১২। সুস্থ হয়েছেন ৮৯১ জন। মারা গেছেন ৭ জন। 

সোমবার সকালে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুহাম্মদ রেজাউল হক এই তথ্য নিশ্চিত করে বলেন, ৭০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। মহামারি করোনা ভাইরাস সংক্রমণের হাত থেকে নিরাপদে থাকতে সবাইকে বাধ্যতামূলক মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মানার আহবান করেন তিনি। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত