আরও ‘নকল প্রজাতন্ত্র’ বানাতে চায় রাশিয়া: দাবি জেলেনস্কির

প্রকাশ: ১৩ মার্চ ২০২২, ১০:০০ | আপডেট : ৭ মে ২০২৫, ১৭:১৯

রাশিয়া ইউক্রেনে আরও ‘নকল প্রজাতন্ত্র’ বানাতে চাইছে, এমন দাবিই করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শনিবার রাতে দেওয়া এক ভাষণে তিনি এই অভিযোগ করেন।আল জাজিরার প্রতিবেদন
তিনি বলেন, ‘খেরসন এলাকা দখলকারীরা আরও একটি মিথ্যা প্রজাতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা করছে, যেটা খুবই দুঃখজনক।’ জেলেনস্কির অভিযোগ, ‘স্থানীয় নেতাদের ব্ল্যাকমেইল করছে রাশিয়া, তাদের ওপর চাপ প্রয়োগ করা হচ্ছে। অনেককে আবার ঘুষও দেওয়া হচ্ছে।’
তবে খেরসন শহরের কাউন্সিল সদস্যরা রাশিয়ার এই ‘ছদ্ম প্রজাতন্ত্র’ গঠনের পরিকল্পনায় রাজি হয়নি বলেও দাবি করেছেন জেলেনস্কি।
সেনা অভিযানের আগেই লুহানস্ক ও দোনেৎস্কে স্বাধীন প্রজাতন্ত্রের স্বীকৃতি দেয় রাশিয়া। এরপর মস্কো জানায়, খেরসনও নাকি স্বাধীন রাষ্ট্র গঠন করতে চাইছে। তার জবাবে জেলেনস্কি বলেন, ‘ইউক্রেন এই পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত আছে, এই যুদ্ধে জয় লাভ করতে ও শক্তিশালী হতে আমাদের কিছুটা সময় লাগবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত